বগুড়া প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাক চাপায় শাহীন আলম (২৭) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার জোড়গাছা পশ্চিমাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহিন আলম জোড়গাছা মধ্যপাড়া শাহাজান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তরণীহাট থেকে শাহীন ভ্যানে যাত্রী নিয়ে জোড়গাছা যাচ্ছিলেন। জোড়গাছা বাঙালি ব্রিজের পূর্ব পার্শ্বে বগুড়াগামী ট্রাকের ধাক্কায় শাহিন ভ্যান থেকে ছিটকে পড়েন। এ সময় ট্রাক চাপা ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় কয়েকজন ভ্যানযাত্রী সামন্য আহত হন।
এদিকে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় সোনামুয়া এলাকায় অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন ট্রাক আটক করেন।
চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা জানান, খবর পেয় ঘটনাস্থলে গিয়ে ট্রাক জব্দ করেছে। ট্রাকের চালক হেলাপার পালিয়ে গেছে। ভ্যানচালকের মরদেহ পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে গেছে।