হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় ডেকে নিয়ে মোহন মিয়া (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহন মিয়া বগুড়া শহরের নিশিন্দারা পাইকপাড়ার নয়া মিয়ার ছেলে।

রবিন নামে ভুক্তভোগীর এক প্রতিবেশী জানান, একজন রিকশাচালক মোহনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই প্রতিবেশী বলেন, আহত মোহন তাঁকে জানান, তাঁর সাবেক স্ত্রী খুকি বেগম কৌশলে মোবাইল ফোনে তাঁকে সাবগ্রাম হাটে ডাকেন। তিনি সেখানে গেলে খুকি বেগমের সঙ্গে থাকা কয়েক যুবক তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

ওসি এস এম মঈনুদ্দিন বলেন, মোহন পুলিশের তালিকাভুক্ত চোর। তাঁর সাবেক স্ত্রী খুকি বেগম তালিকাভুক্ত মাদক কারবারি। ঘটনার পর থেকে খুকি বেগম পলাতক। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের বিবাহবিচ্ছেদের জের ধরে খুকি বেগম কৌশলে মোহনকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটায়। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার