Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

গোমস্তাপুরে ট্রাক্টর-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২, আহত ৮ 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

গোমস্তাপুরে ট্রাক্টর-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২, আহত ৮ 

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রহনপুর-সড়াইগাছী আঞ্চলিক সড়কে ট্রাক্টর-মাহিন্দ্রার সংঘর্ষে নারীসহ দুই জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাহিন্দ্রার আট যাত্রী আহত হন। 

নিহতরা হলেন রহনপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা (৪০) ও নওগাঁর ধামইরহাট উপজেলার আড়াননগর গ্রামের কেতাবউদ্দীনের ছেলে মেহেদী হাসান (৪০)।  

গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, গতকাল বিকেলে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড় থেকে মাহিন্দ্রা যাত্রী নিয়ে রহনপুরে আসছিল। পথিমধ্যে গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রার সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রাটি উল্টে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।   

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল হারুন মাসুদ বলেন, আহতের চিকিৎসার সময় দুজন মারা যান। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস বলেন,  প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

 

 

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ