হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে সড়কে চাঁদাবাজির অভিযোগে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ১২ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সড়কে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তোলার অপরাধে রাজশাহীতে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জেলার তানোর পৌরসভার একজন সাবেক কাউন্সিলরও রয়েছেন।

আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব। রাজশাহী নগরীর রেলগেট ও তানোর পৌর সদরে আলাদা অভিযানে র‍্যাব-৫ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

নগরীর রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার আটজন হলেন—মোস্তাফিজুর রহমান ওরফে মাজেদ (৪০), মীর সাব্বির সজল (৩০), সহিদ হাসান ওরফে বিপ্লব (৩৫), রাফিউল আওয়াল আদনান (৩২), রিংকু দাস (৩১), নজরুল ইসলাম (৩৬), আতাউর রহমান (৫০) ও মো. রনি (৪১)।

তানোরে গ্রেপ্তার চারজন হলেন—অসিম আলী (২৮), শহিদুল ইসলাম (৪৮), শাহ আলম (২৫) ও মমিনুল ইসলাম মুকুল (৪৫)। এদের মধ্যে মমিনুল ইসলাম তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর।

র‍্যাব জানিয়েছে, সোমবার সকালে রাজশাহী নগরীর রেলগেটের উত্তরপাশে এ অভিযান চালানো হয়। এর আগে রোববার দুপুরে তানোর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। দুটি অভিযানেই গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে যানবাহন থেকে তোলা নগদ টাকা, চাঁদা তোলার রশিদ ও টালি খাতা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদেরও থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত