Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় অপসারণের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় অপসারণের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ
অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করলে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার করেন। ছবি: আজকের পত্রিকা

বগুড়া ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছে। পরে সেনাবাহিনীর সদস্যরা অধ্যক্ষকে উদ্ধার করেন। আজ রোববার দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পক্ষ অধ্যক্ষর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে। পরে খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবরুদ্ধ অধ্যক্ষ শাহাদত হোসেনকে উদ্ধার করেন।

এদিকে, শিক্ষার্থীদের একটি পক্ষে অধ্যক্ষের পক্ষে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ, অভিভাবক মিলে পরিস্থিতি সামাল দেন।

জানা গেছে, বিদ্যালয়ের সেশন ফি বাড়ানো, বেতন বাড়ানোসহ নানা অভিযোগ তুলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এরপর দুপুর ১২টা থেকে দিনব্যাপী বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে। বিকেলে জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন প্রতিনিধি বিষয়টি নিয়ে সমাধানে এগিয়ে এলেও তিনি পরে ফিরে যান। এদিকে বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অধ্যক্ষ শাহাদত হোসেন তাঁর কক্ষে অবরুদ্ধ হয়ে থাকেন।

অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করলে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার করেন। ছবি: আজকের পত্রিকা
অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করলে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার করেন। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে অধ্যক্ষ মো. শাহাদত হোসেন আজকের পত্রিকাকে জানান, যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে বিষয়টি সমাধান করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিধি মোতাবেক বেতন ও সেশন ফি কমানো হবে। আর অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানে যাবেন না।’

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ