হোম > সারা দেশ > রাজশাহী

ক্রীড়া অঙ্গনে ইউএনওর অনন্য উদ্যোগ

নওগাঁ প্রতিনিধি

মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আল মামুন। যোগদানের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন তিনি। 

প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে জনপ্রিয় টেনিস খেলার জন্য একটি দৃষ্টিনন্দন টেনিস কোর্ট নির্মাণ করে উপজেলার ক্রীড়া অঙ্গনে চমক সৃষ্টি করেছেন। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে এটি নির্মাণ করা হয়। নিয়মিত কাজের পাশাপাশি এসব করেছেন তিনি। সম্প্রতি সেটির উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

স্থানীয়রা বলছেন, অনন্য সব উদ্যোগে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছেন ইউএনও। বর্তমানে টেনিস কোর্ট নির্মাণ করে তরুণ প্রজন্মকে খেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এতে করে নিয়মিত শারীরিক চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদকের প্রভাবমুক্ত রেখে মানসিক বিকাশে সহায়ক হবে। 

স্থানীয় একটি ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, মাদকের প্রভাব থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে এই টেনিস খেলা। অন্যান্য খেলার মতো নিয়মিত টেনিস খেলা সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে সহায়ক হবে। 

ইউএনও আব্দুল্লাহ্ আল মামুন বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে টেনিস কোর্টটি নির্মাণ করা হয়েছে। 

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন