হোম > সারা দেশ > রাজশাহী

বাড়ি ফিরেছে মায়ের খোঁজে বেরিয়ে নিখোঁজ সেই সোহান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

ঢাকায় মাকে খুঁজতে গিয়ে নিখোঁজ কিশোর সোহান (১৪) এক সপ্তাহ পর বাড়ি ফিরেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে নানার সঙ্গে বাড়ি ফিরে সে। 

এর আগে ২১ মে (মঙ্গলবার) ‘মায়ের খোঁজে বেরিয়ে নিখোঁজ কিশোর’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। পর দিন বুধবার রংপুরে তার সন্ধান মিলে। 

সোহানের নানা আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে জানায়, গত ১৭ মে (শুক্রবার) দুপুরে কাউকে না জানিয়ে ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করা মা সুবর্ণাকে খুঁজতে তাঁর বাড়ি থেকে বের হয় চতুর্থ শ্রেণির ছাত্র সোহান। এরপর সান্তাহার স্টেশনে ঢাকাগামী ট্রেনে না উঠে ভুলে সে রংপুরগামী আন্তনগর ট্রেনে উঠে রংপুরে নামে। 

সেখান থেকে পরদিন শনিবার রংপুরের কাউনিয়া যায় এবং বাদশা নামের এক ব্যক্তি তাকে স্টেশনে একা পেয়ে নাম–ঠিকানা জিজ্ঞেস করেন। এ সময় সোহান ভুল পথে আসার ঘটনা খুলে বলে। এরপর থেকে বাদশা তার কাছেই ছিল। 

বিভিন্ন গণমাধ্যমে সোহানের নিখোঁজের খবর প্রকাশ এবং সোহানের দেওয়া তথ্যমতে তার মায়ের ঠিকানায় এক প্রতিবেশীর মাধ্যমে যোগাযোগ করেন বাদশা। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেলে বাদশার বাড়ি থেকে সোহানকে নিয়ে রওনা হন তার নানা।

এদিকে ছেলেকে এত দিন দেখতে না পেয়ে ছটফট করা মা সুবর্ণা ঢাকা থেকে গতকাল শুক্রবার দুপুরেই বাড়ি ফেরেন। ছেলেকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বাদশা নামের এক ব্যক্তি আদমদীঘি থানায় ফোনে বিষয়টি জানায়। থানা–পুলিশ সোহানের নানাকে জানালে তিনি রংপুরে থেকে শুক্রবার সোহানকে বাড়িতে নিয়ে আসেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার