হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ফুটবল খেলার সময় ছুরিকাঘাতে কিশোর খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধে রিয়াদ ফকির (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। এ সময় ছুরিকাঘাতে সিয়াম (২৬) নামের আরেক যুবক আহত হয়। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরতলির কৈচড় উচ্চ বিদ্যালয় মাঠে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

নিহত রিয়াদ ফকির কৈচড় মধ্যপাড়া গ্রামের মৃত তাঁরা মিয়া ফকিরের ছেলে। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুল হাসান নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, কৈচড় উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল কৈচড় মধ্যপাড়া একাদশ বনাম ছিলিমপুর একাদশ ফুটবল টিমের মধ্যে ফাইনাল খেলা বিকেল ৫টায় শুরু হয়। খেলার প্রথমার্ধে কৈচড় মধ্যপাড়া একাদশ ১-০ গোলে এগিয়ে থাকে। সন্ধ্যা পৌনে ৬টায় বিরতি চলাকালে দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে খেলা দেখতে আসা রিয়াদ ফকির ও সিয়ামকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনার পর ফুটবল টুর্নামেন্ট ভন্ডুল হয়ে যায়। পরে স্থানীয়রা ছুরিকাহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে রিয়াদ ফকির মারা যায়। 

নিহত রিয়াদ ফকিরের মামা মিলন হোসেন বলেন, ‘ফুটবল খেলা দেখতে গিয়ে মারামারির মধ্যে পড়লে রিয়াদকে ছুরিকাঘাত করা হয়। রিয়াদ ফকির বগুড়া শহরে একটি প্রেসে শ্রমিক হিসেবে কাজ করত।’

বগুড়া সদর থানার এসআই স্বপন মিয়া বলেন, লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ