হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় দুর্বৃত্তের অ্যাসিডে দগ্ধ শিশুসহ ২ নারী

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলায় রাতের অন্ধকারে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে দুই নারী ও এক শিশু। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের কামার দুলাল কর্মকারের বাড়িতে এ অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

আজ শনিবার পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি থানায়। 

অ্যাসিডে দগ্ধ হন দুলাল কর্মকারের স্ত্রী দিপালী রায় (৫০), ছেলের বউ বিনা রায় (২০) ও তাঁর নাতি তিন মাসের শিশু সূর্য রায়। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দুলাল কর্মকারের ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। দগ্ধদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।  

এ ব্যাপারে গাবতলীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’ 

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার