হোম > সারা দেশ > রাজশাহী

দুর্গাপুরে বাবা-মায়ের ওপর অভিমান করে কলেজছাত্রের আত্মহত্যা 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল কিনে দিতে না চাওয়ায় বাবা মায়ের ওপর অভিমান করে গোলাম রাব্বানী (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। আজ রোববার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাব্বানী মাড়িয়া ইউনিয়নের কিসমত হোজা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে রাব্বানী এবার এসএসসি পরীক্ষায় পাস করে। কলেজেও ভর্তি হয়েছে। পরীক্ষায় পাসের পর বাবা মায়ের কাছে জিদ ধরেন মোটরসাইকেল কিনে নেবে। কিন্তু তার বাবা মা এখনই মোটরসাইকেল কিনে দেবেন না বলে জানায়। সেই ক্ষোভে গতকাল শনিবার রাতে কোনো এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দেয় রাব্বানী। আজ সকালে ঘুম থেকে না ওঠায় রাব্বানীর পরিবারের লোকজন ঘরের দরজা ভাঙলে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানা-পুলিশে জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, কলেজছাত্রের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল কিনে নেওয়ার জেদ থেকে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা