হোম > সারা দেশ > নাটোর

পুকুরপাড়ে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু, পুকুর মালিকের শাস্তির দাবিতে বিক্ষোভ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোর বাগাতিপাড়ার স্যান্যালপাড়া এলাকার বাসিন্দারা স্থানীয় এক যুবককে ‘হত্যার’ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিস ঘেরাও পরে স্মারকলিপি দিয়েছেন তারা। আজ রোববার বেলা ১১টায় এ বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে তাঁরা। 

গতকাল ওই এলাকার রাব্বি হাসান মিরাজ (২২) নামের এক নববিবাহিত যুবক, ওই এলাকার জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তির পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত হন। আজকের কর্মসূচিতে পুকুর মালিক জাহাঙ্গীর হোসেনের ফাঁসির দাবি করেছেন নিহতের স্বজনেরাসহ এলাকাবাসী। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন—মিরাজের বাবা রফিকুল ইসলাম মৃধা, মা শেফালী বেগম, স্ত্রী ইয়াসমিন বেগম ও বড় চাচা মিজানুর রহমানসহ এলাকাবাসী। বিক্ষোভকারীরা বলেন, গতকাল শনিবার দুপুরে উপজেলার স্যান্যালপাড়া এলাকায় জাহাঙ্গীরের পুকুর পাড়ে ছাগলের জন্য ঘাস কাটতে যায় মিরাজ। সেখানে অবৈধভাবে সংযোগ দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মিরাজের মৃত্যু হয়। 

তাঁদের দাবি, পুকুরের মালিক জাহাঙ্গীর আলম দিনের বেলায়ও পুকুরসহ তাঁর অন্য জমিতেও বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। এটি একটি হত্যাকাণ্ড। এই মৃত্যুর জন্য পুকুর মালিক জাহাঙ্গীর আলম দায়ী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার অফিসের সামনে কিছু মানুষ উত্তপ্ত হচ্ছিল। পরে পুলিশ এসে তাঁদের শান্ত করার পরে মৃতের পরিবারের পক্ষ থেকে আমাকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিষয়টি আমরা অবগত রয়েছি, আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’ 

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাতেই অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার