Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

পুকুরপাড়ে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু, পুকুর মালিকের শাস্তির দাবিতে বিক্ষোভ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

পুকুরপাড়ে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু, পুকুর মালিকের শাস্তির দাবিতে বিক্ষোভ

নাটোর বাগাতিপাড়ার স্যান্যালপাড়া এলাকার বাসিন্দারা স্থানীয় এক যুবককে ‘হত্যার’ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিস ঘেরাও পরে স্মারকলিপি দিয়েছেন তারা। আজ রোববার বেলা ১১টায় এ বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে তাঁরা। 

গতকাল ওই এলাকার রাব্বি হাসান মিরাজ (২২) নামের এক নববিবাহিত যুবক, ওই এলাকার জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তির পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত হন। আজকের কর্মসূচিতে পুকুর মালিক জাহাঙ্গীর হোসেনের ফাঁসির দাবি করেছেন নিহতের স্বজনেরাসহ এলাকাবাসী। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন—মিরাজের বাবা রফিকুল ইসলাম মৃধা, মা শেফালী বেগম, স্ত্রী ইয়াসমিন বেগম ও বড় চাচা মিজানুর রহমানসহ এলাকাবাসী। বিক্ষোভকারীরা বলেন, গতকাল শনিবার দুপুরে উপজেলার স্যান্যালপাড়া এলাকায় জাহাঙ্গীরের পুকুর পাড়ে ছাগলের জন্য ঘাস কাটতে যায় মিরাজ। সেখানে অবৈধভাবে সংযোগ দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মিরাজের মৃত্যু হয়। 

নাটোর বাগাতিপাড়ার স্যান্যালপাড়া এলাকার বাসিন্দারা স্থানীয় এক যুবককে ‘হত্যার’ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। ছবি: আজকের পত্রিকাতাঁদের দাবি, পুকুরের মালিক জাহাঙ্গীর আলম দিনের বেলায়ও পুকুরসহ তাঁর অন্য জমিতেও বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। এটি একটি হত্যাকাণ্ড। এই মৃত্যুর জন্য পুকুর মালিক জাহাঙ্গীর আলম দায়ী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার অফিসের সামনে কিছু মানুষ উত্তপ্ত হচ্ছিল। পরে পুলিশ এসে তাঁদের শান্ত করার পরে মৃতের পরিবারের পক্ষ থেকে আমাকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিষয়টি আমরা অবগত রয়েছি, আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’ 

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাতেই অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭