হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

রেলপথে নাশকতা ঠেকাতে আনসারদের পাহারা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে রেলপথে নাশকতা ঠেকাতে আনসার ও ভিডিপি সদস্যরা পাহারা দিচ্ছেন। দিনরাতে পর্যায়ক্রমে ৮ ঘণ্টা করে ৩৩ সদস্য এ কাজ করছেন। তবে নাশকতা ঠেকাতে তাঁদের লাঠি ও টর্চলাইট ছাড়া কোনো অস্ত্র নেই। 

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্র জানা গেছে, ঝাঐল পূর্বপাড়া থেকে আলোকদিয়ার রেলওয়ে সেতু এবং তাজুরপাড়া রেলওয়ে সেতু থেকে রায়দৌলতপুর-শাহীকোলা রেলওয়ে সেতু পর্যন্ত একজন এপিসিসহ ৯ জন করে আনসার সদস্য পাহারা দিচ্ছেন। এ ছাড়া জামতৈল রেলস্টেশনের প্ল্যাটফর্ম পাহারায় আছেন বাহিনীর পিসিসহ ১৫ সদস্য। 

আনসার ও ভিডিপির পিসি মামুন মণ্ডল বলেন, ‘নাশকতা ঠেকাতে আমাদের লাঠি আর টর্চলাইট দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিরাপত্তার জন্য হেলমেট ও শটগান দিলে ভালো হতো।’ 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা পারভীন জানান, তাঁদের সঙ্গে রেলস্টেশনে অস্ত্রসহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। 

কামারখন্দ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. হোসনে আরা পারভীন বলেন, আনসার ভিডিপির সঙ্গে স্টেশনে অস্ত্রসহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। 

জামতৈলের স্টেশনমাস্টার আবু হান্নান বলেন, রেললাইনে নাশকতা ঠেকাতে সরকার এ ব্যবস্থা নিয়েছে। প্রতিদিন আনসার সদস্যদের পাশাপাশি রেলওয়ে পুলিশ ও থানা-পুলিশ স্টেশনে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আনসার সদস্যরা প্রতিদিনই বিভিন্ন স্থানে কাজ করছেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার