হোম > সারা দেশ > বগুড়া

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, অর্ধশত নারী-পুরুষের নামে মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় অর্ধশত নারী-পুরুষের নামে মামলা দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে সারিয়াকান্দি থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম।

এর আগে গতকাল বিকেলে মাদকজাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে বিসমিল্লাহ ফার্মেসির মালিক সেবিন রহমানকে আটক করে পুলিশ। পরে স্থানীয়রা পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেন। সেবিন রহমান রামচন্দ্রপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

অভিযুক্ত সেবিন রহমান বলেন, ‘শনিবার বিকেলে সারিয়াকান্দি থানার সহকারী উপপরিদর্শক (এসএসআই) স্মরন ও আমজাদ আমার দোকানে আসেন। দোকানে ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে বলে তাঁরা তল্লাশি করেন। তল্লাশির পর ট্যাপেন্টাডল ট্যাবলেট না পেয়ে দোকানে থাকা নগদ দুই লাখ টাকা দেখে পুলিশ বলে এখান থেকে ৫০ হাজার টাকা দিতে। টাকা না দিলে পুলিশ হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।’ পরে স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়ে সেবিন রহমানকে ছিনিয়ে নেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, নারচি ফকিরপাড়া গ্রামের আপেল এবং ওয়াশিম নামের দুজনকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশ গ্রেপ্তার করা হয়। তাঁরা পুলিশকে জানান সেবিন রহমানের দোকান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনেছেন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেবিনের দোকানে তল্লাশি করা হয়। এ সময় সেবিনের স্বজন ও স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়ে তাঁকে ছিনিয়ে নেন।

ওসি আরও বলেন, ‘সেবিন রহমান এর আগেও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশের হাতে দুবার ধরা পড়েছিল। তার কাছে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ মিথ্যা।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার