সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। গত বছর (২০২২) সিরাজগঞ্জ জেলায় ৮১ জনের শরীরে শনাক্ত হয়েছে এইচআইভি ভাইরাস। আগের দুই বছরে (২০২০-২১) এর সংখ্যা ছিল ১২। এদিকে এর কারণ হিসেবে একই সিরিঞ্জে মাদক গ্রহণ ও অনিয়ন্ত্রিত যৌনজীবনকে দায়ী করছেন চিকিৎসকেরা।
সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২০ সালে সিরাজগঞ্জে মানুষের শরীরে এইচআইভি ভাইরাসের পরীক্ষা শুরু হয়। ওই বছর চারজন এবং পরের বছর আটজনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। যাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। ২০২২ সালে সেই রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১। ১ হাজার ৬০০ জনের স্বাস্থ্য পরীক্ষায় ৮১ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের ৯৮ ভাগই মাদকসেবী বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে হাসপাতালের এইচটিসিএআরটি সেন্টারের কাউন্সিলর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ থেকে সিরাজগঞ্জে এইচআইভি পরীক্ষা শুরু হয়েছে। গত এক বছরে ৮১ জন পজিটিভ রোগী পাওয়া গেছে। গত দুই বছরের তুলনায় ২০২২ সালে পজিটিভ রোগীর সংখ্যা অনেক বেশি। পজিটিভ রোগীর বেশির ভাগই ইনজেকটিভ মাদক গ্রহণকারী। এরা মাদক গ্রহণের সময় সুই এবং সিরিঞ্জ শেয়ার করে। এ জন্য মাদকসেবীদের শরীরে পজিটিভের সংখ্যা বেড়ে যাচ্ছে। সচেতনতা এবং বেশির ভাগ মানুষকে যদি এইচআইভি পরীক্ষার আওতায় না আনা যায়, তাহলে সিরাজগঞ্জে এইডস ছড়িয়ে পড়বে।’
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট রকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজগঞ্জে রক্তের মাধ্যমে এইচআইভি বেশি ছড়াচ্ছে। গত বছরে এইচআইভি শনাক্তদের মধ্যে ৯৮ ভাগই মাদকসেবী। একই সুই, সিরিঞ্জের মাধ্যমে তারা মাদক নিচ্ছে। যার কারণে রক্তের মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে।’
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘এইচআইভি সম্পর্কে মানুষকে জানানো দরকার। এইচআইভি থেকে বেরিয়ে আসতে চাইলে জনসচেতনতার বিকল্প নাই। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আমরা বিভিন্ন প্রোগ্রাম নিতে যাচ্ছি। যার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে পারি।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভারত থেকে যে ইনজেকশন আসে, এটি মাদকসেবীরা ব্যবহার করে। এ বিষয়ে আমাদের অভিযান চলছে। ইতিমধ্যে বেশ কিছু ইনজেকশন উদ্ধার করেছি। মূলত ইনজেকটিভ ড্রাগ নেওয়ার মাধ্যমে এইচআইভি বেশি ছড়াচ্ছে। আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে কাজ করে যাচ্ছি।’