বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক ট্রাক্টরচালকের ছুরিকাঘাত মরদেহ পাওয়া গেছে রেললাইনে। আজ শনিবার সকালে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আমিরুল ইসলাম (৩৬) উপজেলার সান্তাহার পৌর শহরের পৌওতা টিকড়ীপাড়া গ্রামের আব্দুল সালাম গাহেরের ছেলে। আজ সকালে ওই এলাকার লোকজন হাঁটতে বের হলে রেললাইনের পাশে আমিরুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তখন তাঁরা নিহতের আত্মীয়স্বজন ও থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে লাশটি উদ্ধার এবং তদন্ত শুরু করেন।
সান্তাহার ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি ও পৌওতা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বডি বলেন, ‘আমিরুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, তাঁকে অন্য কোথাও হত্যা করে রেললাইনে লাশ ফেলে রেখেছে দুর্বৃত্তরা।’
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে খুনিরা রেললাইনের পাশে এভাবে লাশ ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।