হোম > সারা দেশ > রাজশাহী

ছাগলে ঘাস খাওয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল মালিকের

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে মো. হানিফ (৪২) নামের এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছেন জমির মালিক মজনু মিয়া (২৮)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মাদলা ইউনিয়নের চাচাইতারা মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হানিফ ওই গ্রামের মো. খোকা মিয়ার ছেলে। জমির মালিক একই গ্রামের কাশেম মিয়ার ছেলে। ঘটনার পরপরই তিনি পালিয়েছেন।

নিহতের পরিবারের স্বজনেরা আজকের পত্রিকাকে জানান, বাড়ির পাশে মজনু মিয়ার বিদেশি জাতের নেপিয়ার ঘাসের জমিতে ঢুকে হানিফের ছাগল ঘাস খেয়ে ছিল। এটি মজনু দেখে ফেলে। এ সময় হানিফ সেখানে গেলে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মজনু হঠাৎ করেই হানিফকে ছুরিকাঘাত করেন। পরিবারের লোকজন হানিফকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতের পর পরই মজনু বাড়ি থেকে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে মজনুর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। 

জানতে চাইলে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ছুরিকাঘাতে হানিফ নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।’ 

মাঝপথে দুই পিডির দরপত্র স্থগিত ২০০ ঠিকাদারের ক্ষতি ২ কোটি

আশ্রয়ণের ঘর ধ্বংসে দিশেহারা ৬০ পরিবার

প্রতিশ্রুতি দিলেও জয়পুরহাট সীমান্তে খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ

যুবদল নেতার বাড়িতে গুলির আগে পুলিশের সঙ্গে দুর্বৃত্তরা, নেতা-কর্মীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে নিহত মেহেদিসহ তিন রাবি শিক্ষার্থীর মৃত্যুবিমা পরিশোধ করল জেনিথ লাইফ ইনস্যুরেন্স

প্রেমঘটিত কারণে দুই তরুণের দ্বন্দ্ব, মার খেলেন রাবির সমন্বয়ক

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

১৫ পুলিশ হত্যা মামলা: লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখমের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

সংঘর্ষের পর বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্তের ১৫০ গজে কৃষক ছাড়া কেউ যাবে না

সেকশন