হোম > সারা দেশ > রাজশাহী

স্লুইসগেট বন্ধ করে আ. লীগ নেতার মাছ চাষ, জলাবদ্ধতার আশঙ্কায় এলাকাবাসীর ক্ষোভ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে স্লুইসগেটের পানি প্রবাহ বন্ধ করে দিয়ে মাছ চাষ করছেন আওয়ামী লীগের এক নেতা। স্লুইসগেটে বন্ধ হয়ে যাওয়ায় এবার বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টির আশঙ্কা করছেন এলাকাবাসী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। উপজেলার কানপাড়ায় মালঞ্চ নদীতে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ওই নেতার নাম বিপ্লব। তিনি জয়নগর ইউনিয়নের বাজুখলসী ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কানপাড়ায় মালঞ্চ নদীর বুকে প্রায় দুই বিঘা জায়গা লিজ নিয়ে মাছ চাষ করছেন আওয়ামী লীগ নেতা বিপ্লব। তিনি মুসা আলী নামের এক ব্যক্তির নিকট থেকে ওই নদী লিজ নিয়েছেন। নদীতে মাছ চাষের সুবিধার্থে এবার মালঞ্চ নদীর ওপর স্লুইসগেটের পানির প্রবাহ বন্ধ করে দিয়েছেন তিনি। স্লুইসগেটে মাটির ভরাট, বালির বস্তা ও কলাগাছ লাগিয়েছেন তিনি। এতে মালঞ্চ নদীর পানি যাতায়াত বন্ধ হয়ে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, এবার বর্ষা মৌসুমে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেবে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা বিপ্লব এলাকার প্রভাবশালী ব্যক্তি। তাঁর ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে পারে না। অল্প কিছু টাকা দিয়ে নদী ঘিরে তিনি মাছ চাষ করেন। মাছ চাষ করতে গিয়ে এবার তিনি মালঞ্চ নদীর স্লুইসগেটই বন্ধ করে দিয়েছেন। স্লুইসগেট বন্ধ হয়ে যাওয়া এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে। বাড়ি-ঘর রাস্তা ঘাটে পানি উঠবে। তবে ওই নেতা এলাকার প্রভাবশালী হওয়ায় এ ব্যাপারে ভয়ে কেউ প্রকাশ্যে অভিযোগ করতে পারছেন না।

আওয়ামী লীগ নেতা আকবার হোসেন বিপ্লব বলেন, তিন বছর থেকে মুসা নামের এক ব্যক্তির থেকে ওই জায়গা লিজ নিয়ে মাছ চাষ করেন। এবারই মাছ চাষের সুবিধার্থে স্লুইসগেটে মুখ বন্ধ করে দিতে হয়েছে। এতে এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হবে কী না জানতে চাইলে তিনি বলেন, মাটির ভরাট দিয়ে স্লুইসগেটের মুখ বন্ধ করে দিলেও নিচ দিয়ে পাইপ দেওয়া আছে। 

ইউনিয়ন ভূমি অফিস (লক্ষণখলসী) সহকারী ভূমি কর্মকর্তা অহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন গাড়িতে আছি। কথা বলতে পারব না। এ ব্যাপারে পরে কল দিয়েন।’

দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। ওখানকার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে জানতে চাওয়া হবে। দ্রুতই মালঞ্চ নদীর ওপর স্লুইসগেটের মুখে ভরাট অপসারণ করা হবে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে