Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরের ইমো হ্যাকারদের বিরুদ্ধে মামলার নির্দেশ

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুরের ইমো হ্যাকারদের বিরুদ্ধে মামলার নির্দেশ

নাটোরের লালপুরে ইমো হ্যাকারদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় বাদী হবেন উপপরিদর্শকের নিচে নয় এমন একজন কর্মকর্তা। গতকাল রোববার বিকেলে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ এই আদেশ দেন।

আদেশে নিয়মিত মামলা রুজু করার জন্য লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়, ২২ সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে লিখিত প্রতিবেদন আদালতকে জানাতে হবে। একই দিনে পরবর্তী আদেশও দেবেন আদালত।

আদেশে বলা হয়, ১৬ সেপ্টেম্বরের আজকের পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে ‘দেশজুড়ে ইমোর মাধ্যমে প্রতারণা কেন্দ্র লালপুর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ডেইলি স্টারের ফেসবুক পেজে ও ডিবিসি নিউজের ফেসবুক পেজেও একই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের দৃষ্টিগোচর হয়েছে। 

আদালত বলেন, প্রকাশিত সংবাদগুলো পর্যালোচনা করে দেখা যায়, নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন গ্রামে একটা সংঘবদ্ধ প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ইমো হ্যাক করে প্রতিদিন প্রবাসীসহ বিভিন্ন মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, যা আমলযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধ দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ও ৩৪ ধারার অধীনে আমলযোগ্য। এর সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা। 

আদালত আদেশে আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে হাজার হাজার মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার কর্মকাণ্ড মূলত রাষ্ট্রের বিরুদ্ধেই সংগঠিত অপরাধ। এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়ে যাবে। সে কারণে এ ধরনের অপরাধী চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমীচীন বলে আদালত মনে করেন।

আদালত আদেশে প্রকাশিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করে একটি নিয়মিত মামলা রুজু করার জন্য লালপুর থানার ভারপ্রাপ্তকে নির্দেশ দেন।

জানতে চাইলে নাটোর কোর্ট পরিদর্শক আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আদালতের আদেশের অনুলিপি লালপুর থানায় পৌঁছানোর প্রস্তুতি চলছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, বিষয়টি তিনি মুখে মুখে শুনেছেন। এখনো লিখিত আদেশ পাননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান। 

রাজশাহী পাসপোর্ট অফিসের সেই ডিডি রোজীর বদলি

পদ্মা নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাইক্রোর ধাক্কায় ছিটকে পড়া স্বামী-স্ত্রী বাসচাপায় নিহত

সব সেবা বন্ধের হুঁশিয়ারি রামেকের চিকিৎসকদের

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ায় স্কুলছাত্রের লাশ পড়ে ছিল পুকুরপাড়ে, গলায় আঙুলের ছাপ

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

ছোটদের বিরুদ্ধে ব্যবস্থা, বড়রা নাগালের বাইরে

শিশুকে যৌন হয়রানি, জুতার মালা পরিয়ে ঘোরানো হলো অভিযুক্তকে

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত