সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৬টি চায়না দোয়ার ও দুইটি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে প্রায় দুই লাখ টাকা মূল্যের জব্দকৃত চায়না দোয়ার জোতপাড়া নৌকা ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জীববৈচিত্র্য রক্ষায় সকাল থেকে এ অভিযান শুরু করা হয়। উপজেলা সদরের জোতপাড়া নৌকা ঘাটে জব্দকৃত চায়না দোয়ারগুলো এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিনের নির্দেশে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আমিনুল ইসলাম, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, মৎস্য অফিসের আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন রক্ষায় যমুনা নদী নিরাপদ করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ জাল ও দোয়ার ফেলে রেখে অনেক মৎস্যজীবী পালিয়ে যায়।