ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে কাভার্ডভ্যান–মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আহত আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কামালপুরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন–পাবনার বনগ্রাম এলাকার মোশাররফ মোল্লার ছেলে সাকিব মোল্লা (২১) ও আলহাজ খানের ছেলে আশিক খান (২০)। হতাহতরা সবাই কলেজ শিক্ষার্থী ও পরস্পর বন্ধু। পরীক্ষা শেষে তারা দু’টি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, ওই শিক্ষার্থীরা পাবনার বনগ্রাম কলেজ থেকে পরীক্ষা শেষে ঘুরতে বের হন। এ সময় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের তেল কারখানা এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান ও পেছনে থাকা মাইক্রোবাসের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা লাগে মোটরসাইকেল দুটির।
ধাক্কায় মোটরসাইকেল আরোহী সবাই সড়কের ছিটকে পড়লে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুজন। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কাভার্ডভ্যান ও মাইক্রোচালক পালিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার পাকশী লালনশাহ সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণের মৃত্যু হয়।