আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
মধ্যরাতে মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা বাকি দুজন। আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাবনার দেবোত্তর-একদন্ত সড়কের শ্রীকান্তপুর (পুস্তিগাছা) নামক স্থানে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
নিহত যুবকের নাম আলী হোসেন (২০)। তিনি আটঘরিয়া পৌর এলাকার দেবোত্তর ৮ নম্বর ওয়ার্ডের মো. মোখলেসুর রহমানের ছেলে।
এ সময় আহত হয়েছেন অন্তর ও রিজভী নামে আলী হোসেনের দুই বন্ধু।
এলাকাবাসী বলছে, আলী হোসেন, অন্তর ও রিজভী তিন বন্ধু গভীর রাতে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। এ সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনজনই গুরুতর আহত হন। এর মধ্যে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, ‘বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’