হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় এক হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা কারাগারসংলগ্ন ব্রিজের নিচে পানি থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১০টায় এইি টাকা উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের জেলখানা রোডের পাশে একটি ব্রিজের নিচে মাছ ধরার জন্য যান এক ব্যক্তি। সেখানে মাছ ধরার জন্য টেপরাই বসিয়ে কাদা দিয়ে ভর দিতে গিয়ে হাতের মধ্যে টাকার একটি বান্ডিল উঠে আসে। এ সময় ওই ব্যক্তি স্থানীয় দু-একজনের সহায়তায় সদর থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় এক বস্তা টাকা উদ্ধার করে।

স্থানীয় আব্দুস সালাম (৪০) বলেন, `আমি পানির নিচ থেকে সবগুলো টাকা তুলেছি। উদ্ধার হওয়া সবগুলো টাকা আমি দেখেছি। সেগুলো জাল টাকার নোট।' 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, `শহরের জেলখানা রোডে কিছু টাকার সন্ধান পেয়েছে মর্মে স্থানীয়রা খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে এক হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার করি। এখনো উদ্ধার অভিযান চলছে, তাই কিছু বলা যাচ্ছে না। হয়তো আরও টাকা পাওয়া যেবে। তবে টাকাগুলোর গায়ে `লাকী কুপন, সাথী সংঘ ও ভাগ্য পরিবর্তন' স্টিকার লাগানো আছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। 

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ