হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে চালু হলো বিনা লাভের সবজিবাজার

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি

সৈয়দপুরে বিনা লাভে সবজি বাজার চালু করেছে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: আজকের পত্রিকা

বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজিবাজার। গণ-অভূথ্যানের ১০০তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই বাজার চালু করা হয়।

বিনা লাভের এই সবজিবাজারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এ সময় ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাবেদ আত্তারি, একরামুল হক, মো. সাকিব, এহতেশামুল হক সানি, রিমন প্রমুখ।

সরেজমিনে দেখা যায়, ইচ্ছামতো শাক-সবজি, ডিম-আলুসহ বিভিন্ন পণ্য কিনছে সাধারণ মানুষ। কম দামে বাজার করে চোখে-মুখে তাদের স্বস্তির ছাপ। খবর পেয়ে ছুটে আসছে অনেকে। অধিকাংশই নিম্ন-মধ্যবিত্ত, আসছে মধ্যবিত্তরাও।

উদ্যোক্তারা বলেন, হাতবদল হলেই পণ্যের দাম বাড়ে, মাঝখানে সুবিধা নেয় সিন্ডিকেট; কিন্তু আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য কিনে ভোক্তাদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছি। কোনো লাভ রাখা হচ্ছে না। এটি স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে চলবে।

আসমা খাতুন নামে এক ক্রেতা বলেন, ‘বাজার সিন্ডিকেট ভাঙতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিনা লাভের বাজার স্বস্তি দিচ্ছে আমাদের মতো ক্রেতাদের।’

রংপুরে উপপুলিশ কমিশনারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, থানায় বাদীকে মারধর

বিষ দিয়ে পুকুরের মাছ নিধন, দিশেহারা চাষি

তারাগঞ্জে কিশোরীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

হাতীবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে পুলিশে দিল এলাকাবাসী

ভূরুঙ্গামারী আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

উলিপুরে আ.লীগের সভাপতি আবার গ্রেপ্তার

ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে রেলপথ অবরোধ

আবু সাঈদ হত্যা মামলা: আলামত জব্দের অনুমতি পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শিশুধর্ষণ মামলার আসামি রুহুল কারাগারে