দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামের পাশের একটি ধান খেতের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শিশুটির নাম মুহিবুল্লা (২)। সে ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে। পাল্টাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম আজকের পত্রিকাকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়িতে ছিল। এর কিছুক্ষণ পর থেকে তাকে আর পাওয়া যায়নি। রোববার সকালে স্থানীয়রা শিশুটির মরদেহ ধান খেতের পাশে একটি ডোবায় পড়ে থাকতে দেখে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর জানান, বিষয়টি জানার পর খোঁজ নেওয়ার জন্য থানার এসআই রাজিউর রহমানকে পাঠানো হয়েছে। আমরা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব।