ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাতৃত্বকালীনসহ বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে শতাধিক নারীর কাছ থেকে সাত লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হাফিজুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অনেক দিন পার হলে প্রতিশ্রুত টাকা না পেয়ে ভাতা প্রত্যাশীরা আজ মঙ্গলবার দুপুরে হাফিজুরের বাড়ি ঘেরাও করলে তিনি কৌশলে পালিয়ে যান।
ভাতা প্রত্যাশী নারীরা ফুলবাড়ী থানা চত্বর ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা টাকা ফেরতসহ হাফিজুরকে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। পরে তাঁরা ফুলবাড়ী থানা ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বালাতারি গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান (৪০) একটি অজ্ঞাত সমিতির নামে দেড় বছর ধরে স্থানীয় শতাধিক নারীকে শিশুশিক্ষার্থী ও প্রসূতি মায়েদের উপবৃত্তি, পুষ্টি ও প্রসূতি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলেন। তাঁকে বিশ্বাস করে গ্রামের নারীরা প্রথমে ব্যাংক হিসাব খোলার কথা বলে খরচ বাবদ প্রত্যেকের কাছে ১ হাজার করে টাকা নেন। পরবর্তীতে দেড় বছরে কিস্তি বাবদ বিভিন্ন অজুহাতে অনেক নারীর কাছ থেকে ১০-১৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন।
দুই মাসের মধ্যে ভাতার টাকা হিসেবে প্রথমে ১২ হাজার এবং পরে প্রতি মাসে দেড় হাজার টাকা পাবেন বলে ভাতা প্রত্যাশীদের জানান হাফিজুর। ওই নারীরা জানান, দেড় বছর পেরিয়ে গেলেও ভাতার সুবিধা না পাওয়ায় তাঁরা হাফিজুরের বাড়িতে ধরনা দিতে শুরু করেন। এ নিয়ে তিনি নানা টালবাহানা শুরু করেন।
এদিকে ভাতা প্রত্যাশীরা বুঝতে পারেন হাফিজুর টাকা আত্মসাতের পাঁয়তারা করছেন। তাঁরা এক জোট হয়ে আজ দুপুরে হাফিজুরের বাড়ি ঘেরাও করেন। হাফিজুর বিষয়টি আঁচ করতে পেরে পালিয়ে যান। তাঁর বিচারের দাবিতে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ, ফুলবাড়ী থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে বিচার চেয়ে আবেদন করেন ভাতা প্রত্যাশীরা।
প্রতারণার শিকার সোহাগী নামের এক নারী বলেন, ‘আমার মেয়ের পুষ্টি ভাতা করে দেওয়ার কথা বলে হাফিজুর তিন দফায় তিন হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এখন লাপাত্তা। তাঁকে টাকা দেওয়ায় আমার পরিবারে অশান্তি শুরু হয়েছে। আমি এই প্রতারকের উপযুক্ত শাস্তি চাই।’
বিশ্বাস করে এলাকার ৬০ জনের কাছ থেকে ৭৫ হাজার টাকা আদায় করে হাফিজুরের হাতে তুলে দেন বলে জানান আনোয়ারা নামের এক নারী। তিনি বলেন, ‘যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাঁরা ভাতা না পেয়ে এখন আমার বাড়িতে টাকার জন্য ধরনা দিচ্ছেন। আমি গরিব বিধবা। কোত্থেকে টাকা ফেরত দেব? হাফিজুরকে বিশ্বাস করে টাকা দিয়ে বাড়িতে এখন অশান্তি।’
অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন। তিনি বলেন, ‘এর আগেও হাফিজুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। আমি নিজে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। এবারের ঘটনায় প্রতারণার শিকার নারীরা ফুলবাড়ী থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। আমি আশা করি তাঁকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’