হোম > সারা দেশ > রংপুর

রাণীশংকৈলে জন্মাল দুই মাথার ছাগলছানা, উৎসুক জনতার ভিড়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় দুই মুখ ও চার চোখ নিয়ে একটি ছাগল ছানার জন্ম হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা (শান্তিপুর) এলাকার সোহেলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে ছাগল ছানাটি দেখতে ওই বাড়ীতে উৎসুক জনতার ভিড় জমেছে। 

সরেজমিনে দেখা গেছে, একটি ছাগলের দুটি ছানা হয়েছে। একটি স্বাভাবিক প্রকৃতির অপরটি অস্বাভাবিক প্রকৃতির। অস্বাভাবিক প্রকৃতির ছাগল ছানাটির দুটি জোড়া লাগানো মাথা। দুটি মুখ ও চারটি চোখ রয়েছে। তা ছাড়া অন্যান্য শারীরিক গঠন ঠিক রয়েছে। এমন ছাগল প্রসব হওয়ার পর এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় উৎসুক জনতা ওই ছাগল ছানা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় জমিয়েছেন। 

সেখানে কথা হয় স্থানীয় ফয়জুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘আগে খবরে দেখেছি চার পা, জোড়া মাথা ইত্যাদি ছাগল ছানা জন্মের। এবার নিজ এলাকায় এমন প্রকৃতির ছাগল ছানা দেখলাম।’ 

আরেক ব্যক্তি সাদ্দাম হোসেন বলেন, ‘বিষয়টি চাঞ্চল্যকর ছাগলের ছানার যদি দুটি মুখ হয়। তাহলে সে খাবে কোন মুখ দিয়ে।’ 

ছাগলের মালিক সোহেল রানা বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকেলে গর্ভবতী ছাগলটি বাচ্চা প্রসব করে। প্রথম বাচ্চা স্বাভাবিক হলেও পরের বাচ্চাটি অস্বাভাবিক প্রকৃতির হয়। এমন ছাগল ছানা হওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে।’

রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক সাইদুর রহমান বলেন, ‘দুই মুখ, চার চোখ নিয়ে জন্ম নেওয়া ছাগল ছানাটি জন্মগত ত্রুটি। এটি অস্বাভাবিক ছাগল ছানা। ছাগল ছানাটি বাঁচিয়ে রাখার জন্য যাবতীয় চিকিৎসা প্রাণিসম্পদের পক্ষ থেকে দেওয়া হবে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন