হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার গ্রামের উত্তর খেতের মাঠে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার গ্রামের মৃত জোনাব আলীর ছেলে মো. রাজা মিয়া (৫২) ও পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামের মৃত অলিমুদ্দিনের ছেলে শাজাহান আলী (৪৫)। শাজাহান বেয়াই রাজা মিয়ার বাড়ি বেড়াতে এসেছিলেন। 

বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ।

রাজা মিয়ার ভাই বাবু মিয়া আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে দুই বেয়াই ধানখেতে ঘাস কাটতে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাঁদের কোনো খোঁজ পাচ্ছিলাম না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে মাঠের এক শ্যালোমেশিনের ছাউনির নিচে তাঁদের মরদেহ পাওয়া যায়। 

ওসি আব্দুল বলেন, ধানখেতে ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হলে দুই বেয়াই খেতের পাশে থাকা একটি শ্যালোমেশিনের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। ঘটনা জানার পর ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন