হোম > সারা দেশ > দিনাজপুর

নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার গ্রামের উত্তর খেতের মাঠে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার গ্রামের মৃত জোনাব আলীর ছেলে মো. রাজা মিয়া (৫২) ও পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামের মৃত অলিমুদ্দিনের ছেলে শাজাহান আলী (৪৫)। শাজাহান বেয়াই রাজা মিয়ার বাড়ি বেড়াতে এসেছিলেন। 

বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ।

রাজা মিয়ার ভাই বাবু মিয়া আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে দুই বেয়াই ধানখেতে ঘাস কাটতে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাঁদের কোনো খোঁজ পাচ্ছিলাম না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে মাঠের এক শ্যালোমেশিনের ছাউনির নিচে তাঁদের মরদেহ পাওয়া যায়। 

ওসি আব্দুল বলেন, ধানখেতে ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হলে দুই বেয়াই খেতের পাশে থাকা একটি শ্যালোমেশিনের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। ঘটনা জানার পর ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার