হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

নিহত সবুজ মিয়ার পরিবারের কয়েকজন বংশগতভাবে প্রতিবন্ধী। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের চার দিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামে একটি পুকুরে মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সবুজ মিয়া ওই গ্ৰামের জহুরুল ইসলামের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানায় স্থানীয়রা।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গত বুধবার বিকেল থেকে সবুজ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে মনিরাম কাজী গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, নিহত সবুজ মিয়ার পরিবারের কয়েকজন বংশগতভাবে প্রতিবন্ধী। এর আগে সবুজ মিয়ার মা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। আজ সকালে পুকুর থেকে সবুজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার