কুড়িগ্রামের উলিপুরে সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বাবারও মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার অর্জুন গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন—আবু তাহের (৫৫) ও তাঁর ছেলে রাসেল মিয়া (১৭)। তারা উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রাসেল মিয়া সন্ধ্যায় নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা আবু তাহেরও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। রাসেল মিয়া এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
দলদলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।