রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুতায়িত হয়ে সেলিম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু খবর পাওয়া গেছে।
আজ বুধবার দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবক ওই ইউনিয়নের আবুল কালামের ছেলে।
পরিবারের স্বজনেরা জানান, নিজ ঘরে ফ্যান লাগানোর সময় তিনি বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনে অনুমতি দেওয়া হয়।’