Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে গলায় খেজুর আটকে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামে গলায় খেজুর আটকে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গলায় খেজুর আটকে মনজিল মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার নন্দু নেফরা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিশুটি স্থানীয় পপুলার মডেল কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। 

গুনাইগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকার সোলেমান মিয়ার ছেলে মনজিল মিয়া (৭) খেজুর খাওয়ার সময় গলায় আটকে যায়। এ সময় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। 

পরে মনজিল কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আজ সকালে হঠাৎ শিশু মনজিলের গলায় ব্যথা করলে পরিবারের লোকজন তাকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খেজুর আটকে শিশুর মৃত্যুর ঘটনায় বিড়িতে স্বজনদের ভিড়। ছবি: আজকের পত্রিকানিহত শিশুর চাচা মাসুদ রানা ও দাদা ফয়জার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ওই দিন সদর হাসপাতাল কর্তৃপক্ষ মনজিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু আমরা তাকে রংপুর না নিয়ে সদর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে গলার এক্স-রে করি।’ 

তারা আরও বলেন, ‘রিপোর্টে গলার সমস্যা ধরা না পরায় আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। আজ সকালে হঠাৎ করে মনজিলের গলায় তীব্র ব্যথা অনুভব হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

এদিকে মনজিলের বাড়িতে গিয়ে দেখা যায়, এলাকার লোকজন শিশুটি মরদেহ দেখার জন্য ভিড় করছেন। এ সময় স্বজনদের কান্নায় সেখানে শোকের ছায়া নেমে আসে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাদিয়া জেরিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে হাতপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।’

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার