হোম > সারা দেশ > রংপুর

জলঢাকায় জামায়াতের ৫ নেতা-কর্মী কারাগারে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

নেতা-কর্মীরা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. কামরুজ্জামান (৪৮), জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মহসিন আলী (২৮), উপজেলা ইসলামী ছাত্রশিবিরের কোষাধ্যক্ষ ও উপজেলা জামায়াতের আমিরের ছেলে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম (২৯), ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম (৪৮) ও শিবিরকর্মী মো. মাইনুল ইসলাম (২০)।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে কারাগারে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করার পরিকল্পনায় উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে উপজেলা জামায়াতের আমির মো. মোখলেছুর রহমান মাস্টারের বাড়িতে একটি গোপন বৈঠক করে আসামিরা। এমন সংবাদে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত–শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, বাঁশের লাঠি ও রড উদ্ধার করা হয়। পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারায় মামলা দায়ের (মামলা নম্বর ৩৫/১০০, তারিখ ২৭.০৪. ২০২৩) করে আদালতের মাধ্যমে তাঁদের আজ সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়।

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন