হোম > সারা দেশ > নীলফামারী

তিস্তা সেচ খালে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে: আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি

‘ভরব মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’—স্লোগানে নীলফামারীতে নানা আয়োজনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।

আজ বুধবার সকালে এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান এবং সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও মাছচাষি আফজাল হোসেন বক্তব্য দেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম। আলোচনা সভা শেষে সফল তিন মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘তিস্তা সেচ খাল মাছ চাষের জন্য বিরাট ভূমিকা পালন করতে পারে। এই খালে মাছ চাষ করা হলে জেলেরা যেমন উপকৃত হবেন, তেমনি মাছের স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও যেতে পারে। তিস্তা খালে মাছ চাষের জন্য স্থানীয়দের আগ্রহ রয়েছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে কথা বলে উদ্যোগ নেওয়া হবে।’ 

পরে নীলফামারী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য দেন আসাদুজ্জামান নূর। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক ও নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম এতে বক্তব্য দেন।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার