Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম পৌর এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রশান্ত কুমার (১২) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রশান্ত পৌর এলাকার গোরস্থান পাড়ার পরশ কুমারের ছেলে এবং ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে প্রশান্ত বিদ্যুতের মেইন লাইনের পাশে গাছে উঠে ডাল কাটছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সঙ্গে গাছের ডাল লেগে সে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে মাটিতে ছিটকে পড়ে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে। এরপর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বাবা পরশ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলেসহ সকালে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। আমার কপালে বুঝি এটাই লেখা ছিল। কীভাবে যে আমার ছেলে বিদ্যুতায়িত হয়ে মারা গেল আমার বুঝে আসছে না!’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি, পৌর এলাকার গোরস্থান পাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি