হোম > সারা দেশ > পঞ্চগড়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ রোববার। সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এ নিয়ে টানা তিন দিন এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ। 

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয় হিম বাতাস এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো পরে শিশিরবিন্দু, যা অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা। কোনো কোনো দিন সূর্যের আলোর দেখা মিললেও তাতে উত্তাপ কম। আজও সকালের পর কিছুটা সূর্যের দেখা মিলেছে, তবে শীতের দাপট কমেনি। 

আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েক বছরের মধ্যে ও চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিায়। এর আগে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ দমশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৮ সালের ৮ জানুয়ারি এখানে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিন ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলের রাব্বী বলেন, যেহেতু এই উপজেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয়, তাই আগেভাগেই  শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। মূলত যারা প্রকৃত গরিব ও অসহায়, তাদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার