Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

আমদানি বাড়ায় হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

আমদানি বাড়ায় হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম

আমদানি বাড়ায় মাত্র দু'দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা থেকে ৪৩ টাকা কেজি দরে বিক্রি হয়। বর্তমানে তা কমে ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ আসা শুরু করলে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে, পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্নআয়ের মানুষজন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে ভারতে পেঁয়াজের মোকামে ৪ দিন ট্রাক লোডিং বন্ধ ছিল। এর ফলে গত সপ্তাহে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। ফলে দেশের বাজারে পেঁয়াজের চাহিদার তুলনায় সরবরাহ কমায় দাম বাড়তির ছিল। পূজার বন্ধের পর পুনরায় মোকামে পেঁয়াজের লোডিং শুরু হওয়ায় পেঁয়াজ গত শনিবার থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে প্রবেশ করছে। এতে দেশের বাজারে সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এ জন্য পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী থেকে কমতে শুরু করেছে। 

পেঁয়াজ ব্যবসায়ী আরও বলেন ভারতের মোকামগুলোতে এরই মধ্যে নতুন নাসিক ও ইন্দোর জাতের শীতকালীন কাঁচা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এসব জাতের পেঁয়াজ নভেম্বরের শেষের দিকে দেশে প্রবেশ শুরু করবে। এ সময় পেঁয়াজের দাম মোটামুটি ৩০ টাকার নিচে চলে আসবে। 
 
হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বেড়েছে। গত বৃহস্পতিবার যেখানে বন্দর দিয়ে ৯টি ট্রাকে ২০৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে গত শনিবার বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ৪৮৫ টন, রোববার ১৩ ট্রাকে ৩৪৭ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। যা গত কয়েক দিনের তুলনায় সর্বোচ্চ পেঁয়াজ আমদানি। 

ম্যানেজার আরও বলেন, আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পেঁয়াজ যেহেতু কাচা পণ্য তাই এটি যেন দ্রুত বন্দর থেকে খালাস করে নিতে পারেন আমদানিকারকেরা এ জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। 

কাটা মাথা মিলল ৭ কিমি দূরে, সতিন গ্রেপ্তার

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাংলাদেশি যুবককে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ