হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

আলুর দাম কম হলেও হিমাগারের ভাড়া বৃদ্ধি, বিপাকে কৃষক

ঠাকুরগাঁও প্রতিনিধি

জমি থেকে আলু তুলছেন কৃষক-শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ে আলুচাষিরা এখন চরম সংকটে পড়েছেন। বাজারে আলুর দাম কমেছে। এদিকে হিমাগারে আলু সংরক্ষণের খরচ বেড়ে যাওয়ায় তাঁদের অবস্থা আরও করুণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় কয়েক দিন ধরে জেলার ১৭টি হিমাগারের আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভ করছেন চাষিরা।

খোঁজ নিয়ে জানা গেছে, মাঠের পর মাঠ আলু পড়ে রয়েছে, কিন্তু ক্রেতা নেই। কৃষকেরা বাধ্য হয়ে প্রতি কেজি আলু ৮ থেকে ১১ টাকায় বিক্রি করছেন, যা তাঁদের উৎপাদন খরচের অর্ধেকের কম। কৃষকেরা বলছেন, এভাবে আলু বিক্রি করে তাঁদের কোনো লাভ হচ্ছে না, বরং লোকসান গুনতে হচ্ছে।

কৃষকদের অভিযোগ, এ বছর আলু উৎপাদনে খরচ অনেক বেড়েছে। মৌসুমের শুরুতে বীজ, সার ও কীটনাশক কিনতে হয়েছে চড়া দামে। তার ওপর হিমাগারের ভাড়া বাড়ানোয় আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সদর উপজেলার কচুবাড়ি এলাকার আলুচাষি হাসান আলী, মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন কৃষক জানান, আগে তাঁরা হিমাগারে এক বস্তায় ৭০ থেকে ৮০ কেজি আলু রাখতেন, এতে তাঁদের ২৮০ টাকা ভাড়া দিতে হতো। কিন্তু এখন হিমাগারের মালিকেরা বলছেন, এক বস্তায় ৫০ কেজির বেশি আলু রাখা যাবে না এবং প্রতি কেজি আলুর জন্য ৮ টাকা ভাড়া দিতে হবে।

সালান্দর এলাকার কৃষক অহিদুল ও মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত বছর তাঁরা এক বস্তায় ৮০ কেজি আলু সংরক্ষণের জন্য ২৭০ থেকে ২৮০ টাকা ভাড়া দিতেন, এ বছর ৫০ কেজির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। তাঁরা মনে করেন, হিমাগারের মালিকেরা পরিকল্পিতভাবে ভাড়া বাড়িয়েছেন, যাতে কৃষকেরা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন।

ঠাকুরগাঁও কোল্ড স্টোরেজ মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ জানান, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ওপর থেকে নির্দেশ না এলে ভাড়া কমানোর কোনো সুযোগ নেই।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক গোলাম সারোয়ার রবিন ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে আজকের পত্রিকাকে বলেন, এ বছর বিদ্যুতের খরচ, শ্রমিকের খরচ ও কর্মচারীদের বেতন বেড়েছে। এ ছাড়া ব্যাংকের সুদের হার ৯ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়েছে। এসব কারণে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের খরচ অনেক বেড়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা জানান, তিনি আলুচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা চলছে।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার