হোম > সারা দেশ > রংপুর

মাটি খননের সময় বেরিয়ে আসা মাইন ও মর্টার শেলের বিস্ফোরণ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে মাটি খননের সময় বেরিয়ে আসা দুটি মাইন ও একটি মর্টার শেলের বিস্ফোরণ ঘটিয়েছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছিটরাজিব ক্যানেলের বাজার এলাকায় সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এই বিস্ফোরণ ঘটায়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে ছিটরাজিব ক্যানেলের বাজার এলাকায় ক্যানেলের পাশের এক পতিত জমি খননের সময় শ্রমিকেরা থ্রি নট থ্রি রাইফেলের যন্ত্রাংশ, দুটি মাইন ও একটি মর্টার শেল দেখতে পান। পরে এলাকায় জানাজানি হলে সবাই দেখতে ছুটে আসে। এ সময় পুলিশকে খবর দিলে তারা এসে এগুলো উদ্ধার করে। 

আজ বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে বিস্ফোরণ ঘটায়। ধারণা করা হচ্ছে, উদ্ধার অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। উদ্ধারকৃত রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন ও মর্টার শেলটি তাজা ছিল। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার করা রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন ও মর্টার শেলটি তাজা ছিল। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে সেগুলোর বিস্ফোরণ ঘটায়।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন