Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বিরামপুর সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৫

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুর সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৫

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল-ডাঙ্গা নামক স্থানে মালবোঝাই ট্রাক ও বিরামপুরগামী অটোরিকশার সংঘর্ষে আবু তাহের (৫০) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে মারা যান তিনি। এ আগে গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় থাকা আরও পাঁচজন আহত হন। 

নিহত আবু তাহের উপজেলার দিওড় ইউনিয়নের সৈলাহার গ্রামের নজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। 

জানা যায়, গতকাল বিকেলে বিরামপুর-গোবিন্দগঞ্জ সড়কের দিওড় ইউনিয়নের বিজুল-ডাঙ্গা নামক স্থানে মালবোঝাই ট্রাক বিরামপুরগামী অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ছয়জন যাত্রী গুরুতর আহত হন। আহত আবু তাহেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গরু ব্যবসায়ী আবু তাহের। 

আহত বাকিদের প্রাথমিক চিকিৎসার জন্য বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। 

দিওড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মালেক মণ্ডল বলেন, গতকাল বিকেলে আবু তাহের অটোরিকশায় করে বিরামপুর গরুর হাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে আজ ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ট্রাকের ধাক্কায় আহত গরু ব্যবসায়ী আবু তাহের চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেলে মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে। 

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত