হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

রংপুর প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলায় চাওয়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আলমি আক্তার (১২) ও ইসরাত জাহান সিফাত (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই নদীর চৈতন্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায়। 

জানা গেছে, নিহত আলমি ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে এবং সিফাত সাইফুল ইসলামের মেয়ে। তারা দুজনে সম্পর্কে ফুপু-ভাজতি। নদী থেকে ৫০০ মিটার দূরে তাদের বাড়ি। 

পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে ইশরাত জাহান সিফাতের মা রুমাইয়া আক্তার ঘাস কাটার জন্য চাওয়াই নদীর চরে যান। তাঁর সঙ্গে মেয়ে সিফাত ও ননদ আলমিসহ তিন শিশুও সঙ্গে যান। এ সময় আলমি ও সিফাত চাওয়াই নদীতে গোসল করতে গিয়ে সিফাত পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে পানিতে এগিয়ে আসে আলমি। 

পরে দুজনে পানিতে ডুবে যায়। নদীর তীরে থাকা অন্য আরেক শিশু বিষয়টি দেখে দৌড়ে তাদের পরিবারের লোকজনকে জানালে তারা ঘটনায়স্থলে দ্রুত এসে মৃত অবস্থায় পানির নিচ থেকে আমলি ও সিফাতের লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ মৃত দুই শিশুদের মরদেহের সুরতহাল করে। 

অমরখানা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাস কাটতে যাওয়া মায়ের সঙ্গে বেরিয়ে শিশু দুটি নদীতে গোসলে নেমে ডুবে যায়। বিষয়টি অত্যন্ত বেদনা দায়ক। এ রকম দুর্ঘটনা এড়াতে কোমলমতি শিশুদের প্রতি পরিবারে অভিভাবকদের সচেতন হতে হবে।’ 

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুর মধ্যে একজন সাঁতার জানত, আরেকজন জানত না। একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে দুজনেই একসঙ্গে ডুবে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা বলছেন। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন