গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি পরিবহন কোম্পানির যাত্রীবাহী বাস উধাওয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।
জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের (ব-১৪৬৪৩০) একটি যাত্রীবাহী বাস প্রতিদিনের মতো শহরের ওই বাস টার্মিনালে রাখা হয়। বাসটি আজ সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। ভোরে কে বা কারা বাসটি নিয়ে যায়।’
নাম প্রকাশ না করার শর্তে টার্মিনালের একটি টিকিট কাউন্টারের মাস্টার বলেন, ‘এই ঘটনায় জেলায় একটি কলঙ্কের রচনা হলো।’ দ্রুত বাসটি উদ্ধারের দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বাসটি উদ্ধারের চেষ্টায় পুলিশ মাঠে কাজ করছে।’