বিদ্যুৎ দিতে না পারলে মানুষকে বিলের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।
আজ মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের প্রশ্ন জিজ্ঞাসা, উত্তর টেবিলে উপস্থাপন, আইন প্রণয়ন কার্যাবলি ও ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেট সম্পর্কিত আলোচনায় এ কথা বলেন তিনি।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘মানুষ বিদ্যুতের বিল দিয়েছেন। লাইন ও মিটার কিনে নিয়েছেন। আপনারা বিদ্যুৎ দিতে পারছেন না তাঁদের।’
এমপি শামীম আরও বলেন, ‘বিএনপির আমলে বিদ্যুৎ ছিল না, খাম্বা ছিল। এখন বিদ্যুৎ আছে খাম্বা নেই। ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। মানুষ গরমে কষ্ট পাচ্ছে। মুঘল আমলেও এসি চলতো বাতাসের মাধ্যমে। তখন বিদ্যুৎ মন্ত্রণালয় ছিল না। কিন্তু তখনো মানুষের এত কষ্ট হয়নি।’
বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে এমপি শামীম পাটোয়ারি বলেন, ‘নির্দ্বিধায় পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিলেন, বিল পরিশোধ না করার কারণে। কোনো বিদ্যুৎ বিল তো মানুষের বাকি নেই। প্রত্যেক গ্রাহক তো বিল দিচ্ছেন। তাহলে এই বিলগুলো কেন বাকি থাকল?’