ঠাকুরগাঁও সীমান্তে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার সময় মো. নাজির উদ্দিন (৮০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করেছে বিজিবি। পরে পরিবারের সদস্যদের ডেকে তাঁকে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নাজির জেলার হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নাজির উদ্দিন মানসিক ভারসাম্যহীন। পরে বিজিবি কর্তৃপক্ষ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তাঁর ছেলে খোরশেদ মিয়া বিজিবির বেতনা বিওপিতে এসে তাঁর বাবাকে নিয়ে যান। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীন বেতনা বিওপির টহল দল সীমান্ত পিলার ৩৬৬/২-এসের কাছ থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তিনি অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করছিলেন।