দিনাজপুরের বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গতকাল দুপুরে শিশুটি মমিনুল ইসলামের বাসায় যায়। এ সময় মমিনুল ইসলাম বাড়িতে একাই ছিল। এই সুযোগে তিনি শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন পুলিশকে জানায়।
এ সময় পুলিশ অভিযান চালিয়ে মমিনুল ইসলামকে আটক এবং শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিন রাতে শিশুটির মা রশিদা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) খ ধারায় মামলা দায়ের করা হয়েছে।