হোম > সারা দেশ > দিনাজপুর

পেট জোড়া লাগানো সেই মণি-মুক্তার ১৪তম জন্মদিন কাল

মো. নাজমুল ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর)

তেরো বছর আগে ২২ আগস্ট দিনাজপুরের বীরগঞ্জের প্রত্যন্ত গ্রামের জয় প্রকাশ পালের ঘরে জন্ম নেয় দুই কন্যা মনি-মুক্তা। দুজনের পেট ছিল জোড়া লাগানো অবস্থায়। তাদের নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন জয় প্রকাশ। ওই সময় সারা দেশে আলোচনায় উঠে এসেছিল সেই ঘটনা। 

জন্মের পাঁচ মাস পর চিকিৎসক ডা. এআর খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। সেটিও ছিল দেশের চিকিৎসা ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। প্রতিবছর ঘটা করে তাদের জন্মদিন উদ্‌যাপন করে পরিবার ও এলাকাবাসী। আগামীকালই তাদের ১৪ তম জন্মদিন। দুই বোনকে শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে জয় প্রকাশ পালের বাড়ি। তাঁর স্ত্রী কৃষ্ণা রানীর গর্ভে ২০০৯ সালের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে (সিজার) অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে মনি-মুক্তা। 

 ২০১০ সালে চিকিৎসকদের পরামর্শে ৩০ জানুয়ারি জয় প্রকাশ পাল ঢাকার শিশু হাসপাতালে নিয়ে দুই বোনকে ভর্তি করান। 

একই বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এআর খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। এরপর ফিরে পায় স্বাভাবিক জীবন। 
 
আজ রোববার সরেজমিনে গেলে জয় প্রকাশ জানান, ১৩ বছর পার করে দুই বোন ২২ আগস্ট ১৪ বছরে পা দিচ্ছে। তারা এখন উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। এ ছাড়া তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলেটি সবার বড়। 

ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, তারা দুই বোন অত্যন্ত মেধাবী এবং শান্ত প্রকৃতির। ভবিষ্যতে তারা ভালো কিছু করবে বলে আশা করি। 

আজ বিদ্যালয় থেকে ফেরার পথে মনি-মুক্তার সঙ্গে দেখা হয় এ প্রতিবেদকের। কুশল বিনিময়ের পর তাদের জীবনের লক্ষ্য জানতে চাইলে দুজনেই বলে, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় তারা। 

আগামীকাল সোমবার (২২ আগস্ট) বাড়িতে ঘরোয়া ভাবে মনি-মুক্তার জন্মদিন উদ্‌যাপন করা হবে বলে জানিয়েছে তাদের বড় ভাই স্বজল পাল।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ