Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ঘোড়াঘাটে জমি নিয়ে সংঘর্ষে ২ যুবক নিহত: ঘরবাড়িতে অগ্নিসংযোগ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে জমি নিয়ে সংঘর্ষে ২ যুবক নিহত: ঘরবাড়িতে অগ্নিসংযোগ

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে সংঘর্ষে দুই যুবক নিহতের এক দিন পর এলাকার কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে একদল বিক্ষুব্ধ গ্রামবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

গতকাল বুধবার সকালে পৌর শহরের খোদাদাদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হন। সংঘর্ষে আরও চারজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর আজ দুপুরে একদল গ্রামবাসী বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। আগুনে আসবাবপত্র ও খড়ের পালা পুড়ে যায়। খবর পেয়ে বেলা ৩টার দিকে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে বিক্ষুব্ধ গ্রামবাসীকে শান্ত এবং পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের রিজার্ভ ফোর্স থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম ওহিদুন্নবী।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মোট কয়টা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবীর বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। ঘটনার তদন্ত চলছে।’

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে