হোম > সারা দেশ > রংপুর

রাণীশংকৈলের খুনিয়াদীঘি স্মৃতিসৌধের ধস রোধে পদক্ষেপ নিল প্রশাসন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খুনিয়াদীঘি স্মৃতিসৌধ ধসে যাওয়া রোধে নির্মাণ করা হয়েছে গাইড ওয়াল ও প্রাচীর। সম্প্রতি উপজেলা প্রশাসনের অর্থায়নে এসব নির্মাণ করা হয়।

গত বছরের ১৫ ডিসেম্বর ‘রাণীশংকৈল খুনিয়াদীঘি স্মৃতিসৌধ ধসে যাওয়ার আশঙ্কা’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। স্থানীয়দের বরাতে সংবাদে বলা হয়, উপজেলা প্রশাসনের সঠিক তদারকির অভাবে স্মৃতিসৌধের সঙ্গে থাকা পুকুরটিতে প্রতি বছর মাটি ধসে পড়ছে। স্মৃতিসৌধের কাছের মাটি ধসার আশঙ্কা দেখা দিয়েছে। মাটি ধসে গেলে স্মৃতিসৌধের সীমানা প্রাচীরসহ গণকবরের মাটিও ধসে শহীদদের স্মৃতি বিজড়িত মাটি বিলীন হয়ে যেতে পারে। অবশ্য মাটি ধসে একটি মেহগনি গাছ পুকুরের পানিতে পড়ে।

ওই সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিসৌধের নিরাপত্তাজনিত ইটের প্রাচীর সংস্কার করা হয়েছে। এ ছাড়া স্মৃতিসৌধ মাটি যাতে ধসে না পড়ে সে জন্য পুকুরের পাশে ইটের গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, ‘স্মৃতিসৌধের মাটি ও প্রাচীর যেন পুকুরের পানিতে ধসে না যেতে পারে সে জন্য পুকুরের পাশে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। স্মৃতিসৌধের গ্রিলের স্থানে ইটের প্রাচীর করে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন