হোম > সারা দেশ > রংপুর

বাবার দান করা জমিতে প্রতিষ্ঠিত গির্জা গুঁড়িয়ে দিলেন দুই ছেলে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার দীঘলচাঁদ গ্রামে খ্রিষ্টানদের একটি পুরোনো চার্চ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরামপুর উপজেলার দীঘলচাঁদ গ্রামে খ্রিষ্টানদের একটি পুরোনো গির্জা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই এলাকার এক ব্যক্তির দান করা জমিতে প্রতিষ্ঠিত চার্চ গুঁড়িয়ে দিয়েছেন তাঁরই দুই ছেলে। তাঁদের অভিযোগ, গির্জা তাঁর বাবার দেওয়া শর্তভঙ্গ করেছে।

গুঁড়িয়ে দেওয়া ইউনাইটেড বেথেনিক চার্চের সুপারভাইজার ইলিয়াস সরেন বলেন, খানপুর ইউনিয়নের দীঘলচাঁদ গ্রামের মুচিয়া মার্ডি খ্রিষ্টানদের উপাসনালয় তৈরির জন্য ৩০ শতক জমি দান করেন। সেই জমির ওপর ২০০৮ সালে দুই তলাবিশিষ্ট ইউনাইটেড বেথেনিক চার্চের ভবন নির্মাণ করা হয়।

পরে মুচিয়া মার্ডির মৃত্যুর পর তাঁর ছেলেরা সেই জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার মুচিয়া মার্ডির দুই ছেলে বিষান মার্ডি ও মিল্টন মার্ডি ভেকু নিয়ে এসে চার্চ গুঁড়িয়ে দিয়েছেন।

জানতে চাইলে বিল্ডিং ভাঙার কথা স্বীকার করে বিষান মার্ডি বলেন, জমিদানের সময় চাকরি দেওয়াসহ বিভিন্ন শর্ত ছিল। চার্চ কর্তৃপক্ষ শর্ত পূরণ না করায় তাঁরা চার্চের বিল্ডিং ভেঙে দিয়েছেন।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, গুঁড়িয়ে দেওয়া চার্চের সুপারভাইজার গতকাল দুপুরে থানায় এসে এজাহার দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন