Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

চালককে জখম করে ইজিবাইক নিয়ে পালাচ্ছিলেন ছিনতাইকারী, মারধর করে পুকুরে ফেললেন স্থানীয়রা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

চালককে জখম করে ইজিবাইক নিয়ে পালাচ্ছিলেন ছিনতাইকারী, মারধর করে পুকুরে ফেললেন স্থানীয়রা

যাত্রীবেশে ইজিবাইকে ওঠেন রাকিবুল ইসলাম রাকিব (২৯)। এরপর সুযোগ বুঝে হাতুড়ি দিয়ে চালকের মাথার পেছনে আঘাত করে তাঁকে রাস্তায় ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে রাকিবকে আটকের পর জ্ঞান হারানোর ভান করেন তিনি। পর স্থানীয়রা তাঁকে একটি পুকুরে নামিয়ে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। 

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে বড়বিল ইউনিয়নের চৌধুরীর হাট রোড এলাকা থেকে রাকিবকে উদ্ধার করে পুলিশ। আর চালককে উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা। 

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান। 

রাকিবুল ইসলাম রাকিব (২৯) রংপুর মহানগরীর উত্তম হাজীরহাট এলাকার বাসিন্দা। ইজিবাইকচালকের নাম মোকছেদুল হক (৪২)। তাঁর বাড়ি উপজেলার মনিরাম হালমাঝিপাড়া গ্রামে। 

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মাঠেরপাড় এলাকায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কয়েকজন। এমন সময় একজনের চিৎকার শুনতে পান তাঁরা। পরে মোকছেদুল হককে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন তাঁরা। এদিকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা রাকিবকে আটক করে মারধরের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলার ভান করেন। এরপর স্থানীয়রা কাছে থাকা এক পুকুরে তাঁকে নামিয়ে দেন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। 

উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, রাকিবুল ইসলাম পুলিশের হেফাজতে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে মোকছেদুল হকের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাঁর মাথায় যেভাবে আঘাত করা হয়েছে। এতে দুই চোখের দৃষ্টিশক্তি না-ও ফিরতে পারে। 

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ইজিবাইকচালক ও ছিনতাইকারী আমাদের হেফাজতে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ইজিবাইকচালক মোকছেদুল হকের বড় ছেলে লিটন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।’

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা