হোম > সারা দেশ > রংপুর

সাবেক এমপি গোপালের দখল থেকে পুকুর উদ্ধারের দাবিতে মানববন্ধন 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের দখল করা পুকুর–কৃষিজমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ সোমবার উপজেলার ডহচী এলাকায় শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন করেন।

এতে বক্তব্য দেন–বড় পোকড়া মজাপুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির নেতা ওসমান আলী, হাসান আলী, আব্দুল কাদের, সোহেল রানা, নুর মোহাম্মদ, সালমা বেগম, শুকুর আলী প্রমুখ।

স্থানীয় বাসিন্দারা জানান, দেশ ভাগের কয়েক বছর পরে ঢাকার গাজীপুর থেকে ৩০ জন মানুষ পরিবার পরিজনসহ ডহচী মজাপুকুর এলাকার জঙ্গল পরিষ্কার করে বসবাস শুরু করে। এ সময় থেকে তারা পুকুরটি ভোগদখল করে আসছিল। পরবর্তীতে ১৯৭৭ সালে সমবায় অধিদপ্তর থেকে সমিতির নামে পুকুরটি নিবন্ধন নিয়ে মাছ চাষ ও পাড়ের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

বড় পোকড়া মজাপুকুরটি আয়তনে প্রায় ৩৬ বিঘা (পাড়সহ)। ২০০৮ সালে নির্বাচনের পর পুকুর পাড়ের বাসিন্দাদের মামলা ও ভয়ভীতি দেখিয়ে সেই জায়গা থেকে সরিয়ে দেন এমপি গোপাল ও তার অনুসারী আবুল কালাম ওরফে হাঁস কামাল নামের এক ব্যক্তি। সে সময় তাদের জানানো হয়, পুকুরসহ এই সম্পত্তি নুর বানু নামে এক নারীর কাছ থেকে গোপাল ক্রয় করেছেন।

পুকুর পাড়ের বাসিন্দা ওসমান আলী (৭৪) বলেন, ‘পাকিস্তান আমল থেকে আমরা সমবায় সমিতির মাধ্যমে পুকুরে মাছ চাষ করছি ৩০ জন মৎস্যজীবী। হঠাৎ জানতে পারলাম, এমপি নাকি পুকুরটা কিনেছে। আমাদের বিতাড়িত করে আয় রোজগারের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এমপির বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই।’

সালমা বেগম (৫৩) বলেন, ‘আমাদের উচ্ছেদ করে পাশে ৫ শতক করে জমি দিয়েছে বাড়ি করার জন্য। তাও টাকা নিয়েছে ৫০ হাজার করে। যুগ পার হয়ে গেলেও রেজিস্ট্রি করে দেয় নাই।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন